আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার

Date:

মাহবুব আলমঃ রাজধানী ঢাকা, কেরণীগঞ্জ, মুন্সিগঞ্জ,ফরিদপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার।

(১ম)গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্থবির হয়ে পড়ে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যাকান্ড, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়।

(২য়)এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা গত ১৯ ডিসেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক ডাকাতি। এই ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়ে যায়। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী,কামরাঙ্গীরচর,মুন্সিগঞ্জের শ্রীনগর,ফরিদপুর ও রাজবাড়ী জেলার বেশ কিছু জায়গায় সম্প্রতি ছিনতাই এবং ছিনতাই পরবর্তী হত্যাকান্ডের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

(৩য়)এরই প্রেক্ষিতে ছাত্র-জনতার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে র‌্যাব-১০ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর, কোতায়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, নবাবগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম শুরু করেছে। র‌্যাব-১০ চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকা ও র‌্যাব-১০ এর আওতাধীন অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহল মোতায়েন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে আশপাশের অন্যান্য জেলা যেমন মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুরে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

(৪থ’)আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রমের পাশাপাশি র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব-১০ এর বিশেষ টিম কাজ করছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে।
(৫ম)সাধারণ মানুষ র‌্যাব-১০ এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, এই রোবাস্ট পেট্রোল কার্যক্রমের মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকান্ডে মতো অপরাধ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। সর্বোপরি সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইকারী রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ

আব্দাহিয়ুর রহমান আপেল: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য...

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় মতবিনিময়

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুগোপযোগি আলেমে দ্বীন...

সদর দক্ষিণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে...

কুমিল্লায় ডিএনসি কর্তৃক ০৩ কেজি গাঁজাসহ আটক ৪  

কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান...