অনলাইন ডেস্ক:- ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোনো সমাবেশ বন্ধে রাজধানী জুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিবি। শনিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সন্দেহভাজনদের তল্লাশির আওতায় আনা হবে।
এদিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে মিছিল বা সমাবেশের কোনো অনুমতি দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই।’
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যদি কোনো ধরনের কর্মসূচি আয়োজনের চেষ্টা করেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’