গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের একটি বিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে একজন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অকথ্য ভাষায় স্থানীয় জনগনকে গালিগালাজ করছেন।
জানাযায় ওই পুলিশ কর্মকর্তার নাম এসআই শামীম, তিনি কুড়িগ্রামের উলিপুর থানায় কর্মরত আছেন।
ভিডিওতে বলতে শোনা যায়, আমার কথা হলো টাঙ্গাইল যাবেন, না হয় গোপালগঞ্জ যাবেন, কোন আওয়ামীলেগের শুয়োরের বাচ্চা আমার সামনে পরলে এক্কেবারে কলিজা খেয়ে ফেলবো। সে কোন পদেরই হোক যে কোন রেঞ্জেরই হোক, স্থানীয় মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এক সাথে বসা দেখি তাহলে ওই শালাকে আটক করে নিয়ে গুলি করে দেব।
ওই ভিডিওতে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় অকথ্যা ভাষায় স্থানীয় জনগনেকে শাসাচ্ছেন।
পুলিশের ইতিহাস গৌরবময়, বিগত সময়ে পুলিশের কার্যকলপ প্রসংশনীয় যেমন করনাকালীন সময়ে তাদের ভূমিকা ছিল অন্যতম, জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে নাগরিকদের সেবা প্রদান করতে দ্রুত বেগে ছুটে যান। কিন্তু কিছু অতি উৎসাহী পুলিশের কারনে পুলিশকে মানুষ ভালো চোখে দেখেন না। আওয়ামী সরকার থাকতেও সরকারের তৈলমর্দন আর ক্ষমতার পালাবদল হলে তার উল্টো, যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে এসব পুলিশ কর্মকর্তার কারনেই অনেক পুলিশকে জীবন দিতে হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমানকে অবহিত করলে তিনি বলেন আমি ঊর্ধ্বতন
কর্তৃপক্ষকে জানাচ্ছি।
উক্ত বিষয়ে পুলিশের আইজিপি মহোদয়কে অবহিত করলে তিনি বলেন ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।