ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি, প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপ-কমিটির যৌথসভা শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসিস্থ হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সম্মেলন ও পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহমুদ সিকদার হুমায়ূনের সভাপতিত্বে ও প্রচার, মিডিয়া ও দাওয়াত কমিটি আহ্বায়ক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ও পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ জাকারিয়া সিরাজ। আরো বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন, আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, অর্থ ও অডিট কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ এরফানুল হক, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহ আলম, রাঙ্গুনিয়া উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ নূর উল্লাহ, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এরশাদুল আলম, অভ্যর্থনা কমিটির সদস্য আবু বকর সিকদার ও মাওলানা আবদুস সালাম, সাংস্কৃতিক কমিটির সদস্য মুহাম্মদ আবুল কাশেম ও মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, খাদ্য ও আপ্যায়ন কমিটির সদস্য মুহাম্মদ ইয়াকুব আলী এবং শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক কমিটির সদস্য মহিউদ্দিন বাবু।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য ইয়াকুব আলী জানান, আজকের সভায় সম্মেলন ও পুনর্মিলনী বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় ও বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান সূচিতে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সম্মেলন পর্ব, মেজবান, নাস্তা, স্মরণিকার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, স্মৃতিচারণ, আড্ডা, কথামালা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ‘সুইস পার্ক’ কমিউনিটি সেন্টারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
যৌথসভায় রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসার প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আবুল ওয়াফা মোহাম্মদ হোসাইন তৈয়্যব (রহ.) এর ইন্তেকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব উত্থাপন করা হয় ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন। পরিশেষে সভাপতির বক্তব্যে প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসার সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করে সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।