কুমিল্লা প্রতিনিধি :
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ইপিজেডে সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মো: সাকিব হোসাইন।
শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এই হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি বলেন, সাংবাদিকরা তাদের নিউজ কাভারেজের জন্য অবশ্যই ইপিজেডের মধ্যে প্রবেশ করবে। ইপিজেড কোনো দেশের সীমান্ত না যে সেখানে সাংবাদিক প্রবেশ করতে পারবেনা। সিকিউরিটি গার্ড দিয়ে সাংবাদিকদের কাজে বাধা দেয়ার নিন্দা এবং প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, এই হামলার দায় বেপজা কর্তৃপক্ষ মোটেও এড়াতে পারেন না। এই দায় সম্পূর্ণ ভাবে বেপজা কর্তৃপক্ষের। এতো বড় প্রতিষ্ঠান হয়ে যদি সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে না পারে এবং সাংবাদিকদের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে না পারে এটা হতাশাজনক। বেপজা কর্তৃপক্ষ যদি অতিদ্রুত এ বিষয় সুরাহা না করে এবং ইপিজেড অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেপজা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান নেবেন বলে বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য যে গত ১৬ ই জানুয়ারি ইপিজেড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে, বেপজা কর্তৃক সিকিউরটি গার্ড দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়।
কেন সাংবাদিক প্রবেশ করতে পারবর না! তাহলে কি বুঝা যায় ইপিজেডে কোন অনৈতিক কর্মকান্ড চলে?