মোঃ মিনহাজুর রহমান মাহিম: ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন করে অনুমোদন পেয়েছে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদ। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই অনুষদের অধীনে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ১ম সংবিধি ১৯৮৩ (সংশোধিত সংবিধি-২০১১)-এর ৭(১) “খ” উপধারা মোতাবেক মাননীয় চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদ একাডেমিক কাউন্সিল সভায় রিপোর্ট সাপেক্ষে ভাইস-চ্যান্সেলর মহোদয় কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছেন।২০২৪-২৫ শিক্ষাবর্ষে উক্ত অনুষদের অধীনে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা গ্ৰহণ করা যাবে না।’ এছাড়া, নবগঠিত ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ অনুষদ
Date: