মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “বায়োমেড ইনোভেটস” ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবের সভাপতি হিসেবে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম মনোনীত হয়েছেন। এছাড়া, সহ-সভাপতি মাহফুজুর রহমান সাকিল (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ও সাধারণ সম্পাদক এয়াকুব আলী (২০২০-২১ শিক্ষাবর্ষ) দায়িত্ব পেয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভাগের ৫৯তম একাডেমিক মিটিংয়ে ক্লাবটির অনুমোদন দেন সহকারী অধ্যাপক ড. খাইরুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
যুগ্ম সাধারণ সম্পাদক: মোনায়েম খান মুনির
সাংগঠনিক সম্পাদক: ইসমাতুল ফেরদৌস লিভা
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মাশরুর আলম কাব্য
অর্থ সম্পাদক: ফয়সাল আহমেদ
সহ অর্থ সম্পাদক: আফ্রা আনজুম জেরিন
অফিস সম্পাদক: ইউনিট চাকমা শুভ্র
প্রচার সম্পাদক: মিনহাজুর রহমান মাহিম
গবেষণা বিষয়ক সম্পাদক: সাকিব আল হাসান
খেলাধুলা বিষয়ক সম্পাদক: তৌহিদুল ইসলাম
ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক: শাহরিয়ার হাসান সাকিব
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সুরাইয়া সুলতানা আনিকা
কার্যনির্বাহী সদস্য: আসিফ সিদ্দিকী জিম, সেলিম খান, লাবিব রহমান, সায়েম হোসেন ও সুমাইয়া আক্তার।
ক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান সাকিল বলেন, “বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৯তম একাডেমিক মিটিংয়ের মাধ্যমে ‘বায়োমেড ইনোভেটস’ ক্লাবের যাত্রা শুরু হয়েছে, যা আমাদের বিভাগের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।”
সভাপতি ড. খাইরুল ইসলাম বলেন, “বিভাগের এক্সট্রা কারিকুলার কার্যক্রম ক্লাবের মাধ্যমে পরিচালনা করা হলে শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে যুক্ত করা সম্ভব হবে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিভাগ ইতোমধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া সম্ভব হবে।”
প্রসঙ্গত, বায়োমেড ইনোভেটস ক্লাবের মূল লক্ষ্য হলো বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট প্রযুক্তি ও উদ্ভাবনকে একত্রিত করে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বাস্তব জ্ঞান বিকাশে সহায়তা করা। ক্লাবটি গবেষণা, প্রকল্প উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।