এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে: নাসের রহমান

Date:

ইসমাইল মাহমুদ:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান বলেছেন, ‘এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশে একটাই শক্তিশালী দল আর সেটা হচ্ছে বিএনপি। দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে। জনাব তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’ তিনি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা মামলা হামলার শিকার হয়েও হাসিনা পতনের আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে লড়াই করে গেছেন তারাই আগামি নেতৃত্বে আসবেন। দেশ এখন এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামীলীগ ও এর দোসরদের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে গ্রুপিং করে দলের বদনাম ছাড়া কিছু অর্জন করা সম্ভব নয়।’
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান), অ্যাডভোকেট আবেদ রাজা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালি সিদ্দিকি, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মো. মহসিন মিয়া মধু, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, আনিসুজ্জামান বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কর্মী সমাবেশের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে থাকেন অনুষ্ঠানস্থলে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় এক সময় কর্মী সমাবেশটি জনসভায় রূপ নেয়। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এই প্রথম শ্রীমঙ্গল শহরে বিএনপি কর্মী সমাবেশ করে। উপস্থিত নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন সভাস্থল ও এর আশপাশ এলাকা।
কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, জেল জুলুম নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে প্রাধান্য দিয়েই আগামিতে আমরা কমিটি করবো। আজকে শ্রীমঙ্গলে যেভাবে ঐক্যবদ্ধভাবে মিটিং করলেন। এভাবে এর আগে আমার মনে হয়না আমরা করতে পেরেছি। দলের আজকের এই কর্মী সমাবেশ একটা জনসমাবেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি এক এবং অভিন্ন। ঐক্যবদ্ধ বিএনপি কেউ ভিতরে কেউ বাইরে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ পূর্বে কেউ পশ্চিমে থাকার কোন সুযোগ নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ

আব্দাহিয়ুর রহমান আপেল: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য...

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় মতবিনিময়

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুগোপযোগি আলেমে দ্বীন...

সদর দক্ষিণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে...

কুমিল্লায় ডিএনসি কর্তৃক ০৩ কেজি গাঁজাসহ আটক ৪  

কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান...