স্টাফ রিপোর্টার: লালমনিরহাট জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাউরা পুনম চাঁদ ভুতোরিয়া কলেজ।
২০২৫ সালের তারুণ্যের উৎসব এর লালমনিরহাট জেলায় প্রাথমিক পর্যায়ে উপজেলা এবং আজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাউরা পুনম চাঁদ ভুতোরিয়া কলেজ। লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলার ৬ টি প্রতিষ্ঠানের মধ্যে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক।
আগামীতে বিভাগ পর্যায়ে অংশ গ্রহণের জন্য কলেজটি মনোনীত হলো।
এবিষয়ে মোঃ মাহাবুবার রহমান। অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) , বাউরা পুনম চাঁদ ভুতোরিয়া কলেজ জানান – আমাদের কলেজ লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষায় বরাবরই সফলতা অর্জন করে আসছে । আমরা একটা ইউনিয়ন পর্যায়ের কলেজ হয়েও সবসময় জেলার মধ্যে আমাদের সাফল্যের ধারাবাহিকতায় অটুট আছি।