মোঃ নুর হোসেন (কমলনগর-লক্ষ্মীপুর) প্রতিনিধি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ‘ স্পন্দন সম্মেলন’ কক্ষে এ স্মরণসভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা মো শাহিন রানা, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার প্রিন্স দাস, ওসি (তদন্ত) কামরুল ইসলাম, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলা দেলওয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম দিদার হোসন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহসভাপতি মাওলানা শরীফুল ইসলাম, গণঅভ্যুত্থানে আহত আবদুল আহাদ ও মাহবুবুর রহমান প্রমুখ। জানা যায়, সরকার পতনের আগের দিন উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলকার মাজাহারুল হক নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নেতা ঢাকাতে নিহত হন। ওই সময় বিভিন্ন জায়গায় কমলনগরের ৯জন আহত হন। মঙ্গলবার শহীদ মাজহারুল হকের পরিবারের উপস্থিতিতে সারাদেশের ন্যায় কমলনগরেও এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কমলনগরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা
Date: