নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা তদন্তের াবি জানিয়েছেন বার সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টারব এম মাহবুব উদ্দিন খোকন। সোমবার সুপ্রিম কোর্ট বারে এক সংবা সম্মেলনে এ াবি জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের নির্েেশ আমরা বার নির্বাচনে অংশ নেই। সেই নির্বাচনে আমরা ১৪টি পরে মধ্যে ১২টিতে জয়ী হতাম। কিন্তু কায়সার কামাল তিনবার সরকারের প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতিসহ চারটি পে জয়ী হয়েছি। নির্বাচনের পর ভোট গণনা েেক আমাদের এজেন্টদের কেন সরিয়ে নেওয়া হলো। এজেন্টদের সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াকওভার দেওয়া। র্আৎ বার নির্বাচনে সরকারকে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন কায়সার কামাল। এই ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্টরে সরিয়ে নেয়া। যি এজেন্টরে সরিয়ে নেয়া না হত তাহলে আমরা ১২ পে জয়ী হতাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্ষিণ হলে সংবা সম্মেলন করে এই বক্তব্য দেন বার সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচনে জয়ী হয়ে বার সভাপতির দায়িত্ব নেওয়ায় ব্যারিস্টার খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি ওেয়া হয়। এই ফোরামের মহাসচিব পে রয়েছেন কায়সার কামাল। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন বলেন, তারেক রহমান আমাদের প্যানেল ঘোষণা করেছেন। বিএনপির পার্টি অফিসে সবার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। তারেক রহমান তো বলেনি তোমরা ভোট গণনায় যেও না, সভাপতির দায়িত্ব নিও না। তাহলে দায়িত্ব নিও না একথা বলার কায়সার কামাল কে?
কায়সার কামালকে অর্বাচীন বালক বললেন ব্যারিস্টার খোকন
Date: