নিজস্ব প্রতিবেদক: ব্যবসায় লোকসানের কারণে ১৪ েেক ১৫ লাখ টাকার ঋণের জালে জড়িয়ে পড়েন মো. আরিফুল ইসলাম (২৭)। একপর্যায়ে একটি কিডনি বিক্রির চেষ্টাও করেন। রাজধানীর মিরপুর এলাকায় লিফলেটও সাঁটান কিডনি বিক্রির জন্য। কিন্তু র্ব্য হন। এর মাঝে পাওনাদাররা তার বাসায় গিয়ে তাকে খুঁজতে াকেন। পাওনাদারদের ভয়ে আরিফুল ইসলাম তিন-চার মাস পরিবার-পরিজন েেক আত্মগোপনে াকেন। এরপর টাকা পরিশোধ করা যাবে এমন পরিকল্পনায় এটিএম বু লুট করার চেষ্টা করেন। এসময় পাশবিক কায়দায় নির্মমভাবে বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। সোমবার ুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবা সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়ে›া) মোহাম্ম হারুন অর রশীদ।
ঈদুল ফিতরের আগের দিন, গত ১০ এপ্রিল রাজধানীর শাহজাদপুর মধুমতি ব্যাংকের এটিএম বুরে নিরাপত্তাকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও বু ভাঙার বিভিন্ন মালামাল উদ্ধারসহ আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।