আব্দাহিয়ুর রহমান আপেল: যুব ও ক্রীড়া বিভাগ, কুড়িগ্রাম সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে সদর উপজেলার ৮ টি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সমন্বয়ে গঠিত টীমদের নিয়ে আজ মঙ্গলবার ঘোগাদহ হাই স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে ভোগডাঙ্গা যুব ও ক্রীড়া বিভাগ এবং ঘোগাদহ যুব ও ক্রীড়া বিভাগ।
আজকের খেলার ফলাফল ০-১ গোলে ঘোগাদহ যুব ও ক্রীড়া বিভাগ বিজয়ী হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাহফুজ ই এলাহী রানা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মু. শাহ্জালাল সবুজ ,
সভাপতি- যুব ও ক্রীড়া বিভাগ এবং সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
Green Village Foundation এর চেয়ারম্যান জনাব Md Rashid Ali , ঘোগাদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা মমিনুল ইসলাম, মাস্টার মোখলেছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের যুবকদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদির সয়লা ঘটিয়ে যুবকদের নৈতিক চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আজ আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেও ইসলামী ও দেশীয় সংস্কৃতি ভূলে গিয়ে ভিনদেশী সাংস্কৃতির উপরে ভর করায় আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। অথচ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
প্রধান অতিথি যুবকদের প্রতি আহ্বান জানান আসুন “মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি”।
প্রধান অতিথি তারো বলেন, শুধুমাত্র ইউনিয়নে নয় বরং প্রতিটি ওয়ার্ডে, গ্রামে, পাড়া/ মহল্লায় যুবকদেরকে সংঘটিত করে সুস্থ সাংস্কৃতি ও বিনোদন চর্চার কেন্দ্র গড়ে তুলতে হবে। বিগত সময়ে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু থাকায় গ্রামেগঞ্জে অনেক ভালো খেলোয়াড় রয়েছে যারা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করার যোগ্যতা রাখে কিন্তু তারা ছিল বৈষম্যের শিকার। ২৪ শের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে সকল বৈষম্য দূর করে প্রকৃত ও যথাযোগ্য খেলোয়াড়দেরকে যথাস্থানে খেলার পরিবেশ নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।