কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাকসুদুর রহমান এর নেতৃত্বে ১১ জানুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ মিনিটে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ নাইমুল ফিলিং স্টেশন এর সামনে সিডিএম ট্রাভেলস নামীয় বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ০৪ জনকে ০৩ কেজি গাঁজা, নগদ অর্থ ৮,১০০/- ও ০৩ টি মোবাইলসহ আটক করা হয়।
আটককৃত আসামীর নাম ও ঠিকানা :-
১) মোঃ বিপ্লব (২৫) (গ্রেফতার), পিতাঃ মোঃ আব্দুল আউয়াল, মাতাঃ মোসাঃ শেফালী বেগম, সাং- দৌলতপুর সদর (ব্যাপারি বাড়ি), থানাঃ দৌলতপুর জেলাঃ মানিকগঞ্জ
২) মোঃ ফয়সাল মিয়া (২৪), পিতা: মোঃ রফিকুল ইসলাম, মাতা: ফাতেমা খাতুন, সাং- হাসিবাশি (মিয়া বাড়ি), থানা: কোতয়ালী, জেলা- ময়মনসিংহ.
৩) মোঃ নূরনবী (২২), পিতা মোঃ নাসির উদ্দিন, মোসা: রানু বেগম, সাং- বেরন, গোরাট বাগবাড়ি (কালার ফ্যাক্টোরীর সাথে, মন্ডল ভিলা), পো: জিরাবো, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা.
০৪) মোঃ শাহাদাত হোসেন (২৬), পিতা: মৃত মীরবক্স খলিফা মাতা: মোছা: শাহেরা খাতুন, সাং- চন্দনগাতী (কবরস্থান পাড়া), ওয়ার্ড নং- ০৩, থানা বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাকসুদুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।