নিজস্ব প্রতিবেদক :কুমিল্লার কোতয়ালী থানার অন্তর্ভূক্ত আমতলী এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১১, গ্রেফতারকৃত ব্যাক্তি হচ্ছেন
বরিশাল জেলার গৌরনদী থানার রামনগর এলাকার মোঃ সুলতান এর ছেলে মোঃ রাজিব শরীফ (৩২)
এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান, তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জানান তাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।