কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
আজ ০৬/১২/২৪ইং তারিখ ০৬:৪৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পুলিশ) কুমিল্লার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে গোপন কুমিল্লা নগরীর বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতোপা সড়কের উপর থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট”সহ ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদন (৩৫),পিতা- হোসেন মিয়া ,মাতা-সালেহা বেগম , সাং- নূরপুর ,থানা- কোতোয়ালি ,জেলা :- কুমিল্লাকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বেও উক্ত আসামীর নামে বিগত ০৪টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।।
পরে আবারও গোপন সংবাদের ভিক্তিতে রাত ০৭:২০ মিনিটের সময়ে ডিবি পুলিশ আরেকটি অভিযান পরিচালনে করে কুমিল্লা নগরীর জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতফা এলাকা হতে ২৪০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী ০১। মঞ্জিল মিয়া (৭৪),পিতা- মৃত জোনাব আলী,মাতা- মৃত বুচন বিবি,সাং- সংরাইশ ,থানা:-কোতোয়ালী, জেলা- কুমিল্লা ০২। ফাহিম হোসেন(১৯),পিতা- আবুল হোসেন ,মাতা-বেবি , সাং- নসরাইল (দক্ষিণপাড়া),থানা- কোতোয়ালি
জেলা :- কুমিল্লাদের গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। উক্ত আসামীদেরকে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে কুমিল্লা ডিবি-পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।