নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্ভূক্ত ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত রপ্তানি মুখী বাণিজ্যিক শিল্প কারখানা আমির শার্ট লিমিটেড। এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য পানির কারনে দূষিত হচ্ছে ঐতিহ্যবাহী ছুপুয়ার কুরুলা গাঙ্গের পানি।
রপ্তানি মুখী বাণিজ্যিক শিল্প কারখানা ঢাকায় অবস্থিত এ প্লাস গ্রুপের চৌদ্দগ্রাম শাখার আমির শার্ট লিমিটেড এর পয়ঃনিষ্কাশন পানির লাইন সরাসরি কুরুলা গাঙ্গ এর পানিতে ছেড়ে দেওয়ার কারনে, গাঙ্গ এর পানি দূষিত হয়ে দূ-র্গন্ধ ছড়াচ্ছে, পয়ঃনিস্কাশন ট্যাঙ্কির পানি গুলি জমে কালো বর্ণ ধারণ করেছে।
কুরুলা গাঙ্গটি অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে।
এই দূষিত পানির কারণে পরিবেশ নষ্ট তো হচ্ছে তার সাথে স্থানীয় লোকজন দোকান পাট, হোটেলে মানুষ ঠিকমতো বসতে পারেনা দুর্গন্ধের কারণে।
আমির শার্ট লিমিটেড কর্তৃপক্ষের এই কারণে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের এই অত্যাচার চলছে, দুর্গন্ধের কারণে আমরা ঠিকমতো দোকান পাটে বসতে পারি না, গাঙ্গ এর পানি এতটাই দূষিত হয়েছে এই গাঙ্গ এ মাছ ধরা অসম্ভব, এই গাঙ্গের দূষিত পানির জন্য মারাত্মক চর্মরোগে আক্রান্ত হয়েছে এলাকার অনেকেই। কুরুলা গাঙ্গ এর পানি দূষণমুক্ত করার জন্য জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন যে, আমির শার্ট লিমিটেড’কে একাধিকবার জানানো হলেও কোন পদক্ষেপ নেয় নি। অনতিবিলম্বে যদি এই বর্জ্যের পানি শোধন না করে গাঙ্গের পানির সাথে ছেড়ে দেওয়া হয় তাহলে আমির শার্ট লিমিটেড বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিবেন বলে হুশিয়ারি প্রদান করেন।
এই অভিযোগের বিষয়ে আমির শার্ট লিমিটেডের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।