এ.এইচ.পারভেজ, স্টাফ রিপোর্টার// কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী আভিযানের অংশ হিসেবে অবৈধভাবে অনুপ্রবেশকারী দুইজন ভারতীয় নাগরিককে মাদকসহ আটক করা হয়েছে।
শনিবার ২ নভেম্বর বিকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্ট এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে,উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান হতে ৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী দুইজন ভারতীয় নাগরিক যথাক্রমে- (১) মোঃ রনি(২১), পিতা- মৃতঃ দেলোয়ার হোসেন এবং (২) মোঃ দেলোয়ার হোসেন(১৮), পিতা-মৃত আয়ুব আলী উভয়ের গ্রাম- শুভাপুর, ডাকঘর- রবিন্দ্র নগর, থানা- সোনামুড়া, জেলা- সিপাহীজ্বলা, ত্রিপুরা, ভারতকে আটক করা হয়।
বিজিবি কর্মকর্তারা আরো জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীদ্বয়কে মামলা দায়ের পূর্বক কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।