কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটি ব্যবসায়ীদের বেজায় ক্ষমতার প্রভাব, সিরিজ রিপোর্ট ০১

Date:

জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধ মাটি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ সিন্ডিকেট তৈরি করে চালাচ্ছেন অবৈধ মাটি ব্যবসা আইনশৃঙ্খলার বাহিনীকেও কচুরিপানা মনে করেন তারা। ঐক্যবদ্ধ সিন্ডিকেটের যেন বেজায় ক্ষমতা তোয়াক্বার”টুকু করে না আইনশৃঙ্খলা বাহীনীদেরকেও। যখন তখন সাংবাদিক পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট”দেরকেও পেটান তারা, শুধু পেটানি না তারা সব সময় পেটাতে একটি বাহিনী সব সময় তৈরি হয়েই থাকেন। পরিবেশ ধ্বংস করা সহ রাস্তা ঘাট, বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি করলেও কেওই তাদেরকে কিছুই বলতে পারেন না। কেউ কিছু বললেই সিন্ডিকেট চক্র চালায় অমানবিক নির্যাতন। কুমিল্লা সদর দক্ষিণ এর একটি উপজেলায় প্রায় শতাধিক মাটি ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধ সিন্ডিকেট হয়েছেন।

৫ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অবৈধ মাটি ব্যবসা বন্ধ হয়নি বরং ব্যক্তি পরিবর্তন হয়েছে আরও ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা’সহ রাজনৈতিক পন্থি সাংবাদিকেরাও ঐক্যবদ্ধ হয়ে আগের চেয়ে ব্যবসায়ী বেশি হয়ে গড় তুলেছেন ঐক্যবদ্ধ সিন্ডিকেট। দৌড়াত্ব্য বেড়েই চলছে এই সিন্ডিকেটের লাগামহীন। অবৈধ সব মাটি যায় ব্রিক-ফিল্ডে। এই সিন্ডিকেটকে দমানো যাচ্ছেন না কোন ভাবেই, জরিমানা করেও দমানো যাচ্ছেনা বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলার বাহিনীরা। এই সব মাটি ব্যবসায়ীরা গা শিউরে উঠার মতোনও ঘটনা ঘটান তারা, তাদের মাটির গাড়ির সামনে সাংবাদিক, পুলিশ কিংবা কেহ দাঁড়াতে সংকেত দিলেও মাটিবাহী ট্রাক চাপা দেওয়া সহ বাড়ি মেরে চলে যেতে বলে দিয়ে রেখেছেন অবৈধ মাটি ব্যবসায়ীরা বলে জানিয়েছেন ট্রাক চালক রহিম উদ্দিন, কাজল মিয়া’সহ করিম উল্লাহ্’রা। কারণ জানতে চাইলে গাড়ি ধরে নিয়ে গেলে ছাড়িয়ে আনতে লক্ষাধিক টাকা গুনতে হয় তাই ২/১ জনকে মেরে ফেললে ৫০ হাজার থেকে লক্ষ টাকা”র মধ্যে অ্যাকসিডেন্ট বলে চালিয়ে দেয় তখন আর কেহ কোন সমস্যা করেন না ভয়ে। তারা আরও জানান যে আপনাদের মতন সাংবাদিকরাও এই ব্যবসার সাথে শেয়ার আছেন আবার কেহ রোজকার বেতনে লাইনম্যানের কাজও করেন!

সম্প্রতি এমনি এক ঘটনা গত ১৭/১২/২০২৪ ইং তারিখ শুক্রবার অবৈধ মাটি ব্যবসায়ীদেরকে ধরতে রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড সৈয়দ রেফাঈ আবিদ অভিযানে নামেন তখন কয়েকটি স্পট থেকে ০৩ টি মাটিবাহী ট্রাক আটক করে উপজেলায় পাঠিয়ে অন্য স্পটের যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে অবৈধ মাটি ব্যবসায়ীরা এসিল্যান্ড এর সাথে থাকা গাড়ি গুলির গতিবিধি লক্ষ করে জোড়কানন মথুরাপুর বাজারের পশ্চিম এলাকায় এসে পৌঁছালে ৩০/৩৫ টি মটর সাইকেল এসে গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে অতর্কিত হামলা চালান। উক্ত বিষয়ে ২৪ জনকে এজাহার নামীয় আসামি ও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক ও সদর দক্ষিণ উপজেলা এসিল্যান্ড। উক্ত ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার পর থেকেই কুমিল্লা প্রশাসনের কাছে মাটি ব্যবসায়িদের বিরুদ্ধে নানান অভিযোগ আসতে শুরু করেছে। ইতঃপূর্বেও সকল অভিযোগের নিষ্পত্তি করেছেন জেলা প্রশাসক। যত অভিযোগ আসবে সব অভিযোগের নিষ্পত্তি করবেন বলে জানান জেলা প্রশাসক।

উক্ত বিষয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা বললে তারা জানান সামনে বিএনপির এমপি পদপ্রার্থীর কর্মীরা ও জামায়াতেরও কর্মীরা মিলে এইব অবৈধ মাটি ব্যবসায় করছেন সাথে সাংবাদিকরাও জড়িত আছেন। নানান সময় সুপারিশ ও তদবির করার জন্য। আর সব অবৈধ মাটি যায় অবৈধ ব্রিক-ফিল্ড চৌধুরি ব্রিক-ফিল্ড সহ অন্যান্য ব্রিক-ফিল্ডে ইতিমধ্যে চৌধুরি ব্রিক-ফিল্ডে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসন, অভিযান পরিচালনা করে রীতিমতো হতভম্ব হওয়ার মতো এই ব্রিক-ফিল্ডের পরিবেশ থেকে শুরু করে কোন কাগজ পত্রই নেই তাদের এতো বছর অবৈধ ভাবে পরিবেশ, রাস্তা ও ফসলি জমি সহ আশ-পাশের বাসতিদের ক্ষতি করে আছেন এই চৌধুরি ব্রিক-ফিল্ড তার আর কি গুড়িয়ে দিলেন আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কেন্দ্রিয় নির্দেশনা অমান্য, ইউপি নির্বাচন করতে নিতাই রায়ের নির্দেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

মোঃ ইব্রাহিম খলিল  দাউদকান্দি: জমি চাষের টাকা নিয়ে দুই...

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...