নিজস্ব সংবাদদাতা :খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজারপাড়ার মো: সিরাজুল ইসলামের ছোট মেয়ে মোছা: রুমি আক্তার কিছুদিন ধরে পরকীয়া সম্পর্কের মধ্যে ছিলেন। তার স্বামী মো: জসিম উদ্দিন বিষয়টি জানতে পারেন এবং তাকে বারবার বুঝানোর চেষ্টা করেন যে তাদের দুটি ছোট সন্তান রয়েছে। তবে, মোছা: রুমি আক্তার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ না করে পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেন।
আজ বিকেল ৫ টার দিকে, যখন তার স্বামী ঘুমাচ্ছিলেন, মোছা: রুমি আক্তার ফোনে তার প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তার ছোট ছেলে কান্না শুরু করলে ঘুম ভেঙে যায় জসিম উদ্দিনের। তিনি দেখেন, তার স্ত্রী সন্তানের কান্না উপেক্ষা করে ফোনে কথা বলছেন। এ দৃশ্য দেখে তিনি তার স্ত্রীর ফোনটি নেওয়ার চেষ্টা করেন, তবে রুমি আক্তার ফোনটি মাটিতে ফেলে দেন।
এ সময় রুমি আক্তারের মা মোছা: মায়া আক্তার ঘটনাস্থলে এসে জামাই জসিম উদ্দিনের সঙ্গে কথা বলেন। পরে, জসিম উদ্দিনের বড় ভাবি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং রুমি আক্তার তার ভাবিকে শারীরিকভাবে আঘাত করেন। এতে তার বড় ভাবি গুরুতর আহত হয়ে পাকেরহাট হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক জানান, তার অবস্থা গুরুতর এবং চিকিৎসাধীন থাকতে হবে।