গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে মিথ্যা অপহরণ মামলা ও পুলিশের হয়রানিতে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কন্যা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গাজীপুরে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কন্যা ও তার স্বামী।
ভুক্তভোগী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ভুক্তভোগ মালিহা ও তার স্বামী পরিবার ঢাকায় গুলশান এলাকায় বসবাস করে আসছে। গেলো কয়েক বছর আগে ভুক্তভোগীর স্বামী নিলয় রহমানের সাথে বিভিন্ন ভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এক পর্যায়ে তারা তাদের প্রেমের সম্পর্কের কথা পরিবারের কাছে বললে ভুক্তভোগী মালিহার পরিবার ভুক্তভোগী উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় এবং অন্য ছেলে সাথে জোড় করে বিয়ে দিবে বলে নিলয় এর সাথে নিজ বাসা থেকে বাহির হোন বলে জানান ভুক্তভোগী। এর ফলে ঢাকার গুলশান থানায় ভুক্তভোগী মালিহা সরকার মম এর স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
ভুক্তভোগী আরো বলেন, আমি এখন প্রাপ্তবয়স্ক আমার জম্ম ২০০৫ সালে কিন্তু আমার বাবা আমার জম্ম নকল করে ২০০৭ সাল দিয়ে আমার পাসপোর্টের জম্ম তারিখ জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করে।গেলো বুধবার রাতে ঐ মিথ্যা মামলায় আমার স্বামীর বড় ভাই কে পুলিশ গ্রেফতার করে।
ওই তরুণী আরও বলেন, এ পরিস্থিতিতে আমি গত ১৭ তারিখে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে পছন্দের পাত্র নিলয় রহমান এর সাথে কাজি অফিসে গিয়ে ৫ লক্ষ ১ টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকা নর্দা এলাকায় স্বামীর বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা বিষয়টি মেনে নিতে না পেরে গত ১৭ ই নভেম্বর গুলশান থানায় আমার স্বামী ও তার পরিবার আত্মীয়-স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে গুলশান থানার একটি মামলা দায়ের করেন।এ মিথ্যা মামলা অভিযোগ প্রত্যাহারের দাবী জানিয়ে মালিহা সরকার মম ভোরের বাণীকে বলেন, বিবাহিত জীবনে আমি সুখে আছি এবং তাদের স্বামী ও পরিবারদ্বয়ের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান। এবং তাদের দুজনকে মেনে নিতেও বাবাকে অনুরোধ জানান।