চলাচলের রাস্তার বিরোধ নিয়ে থানায় অভিযোগ করতে এসে মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনায় আটক ৬ জনকে আটক করেছেন সেনবাগ থানা পুলিশ। জানা যায় গত- ০৪/০২/২০২৫ইং তারিখ নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া এলাকায় টিপু মেম্বার বাড়ীর তাজুল ইসলাম গং ও আলাউদ্দিন গংদের বাড়ীর চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সংক্রান্ত বিরোধ নিয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ করতে এসে থানা কম্পাউন্ডে এএসআই আবু ছায়েম এর সামনে গোলঘরের ভিতরে টিপু মেম্বারকে দুর্নীতিবাজ বলার অভিযোগে পরস্পর হাতাহাতি ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে থানা গোলঘরের দরজার গ্লাসসহ চেয়ার-টেবিল ভেঙে ফেলেন।
উভয়পক্ষ বেআইনি ভাবে মারামারিতে লিপ্ত হয়ে ধর্তব্য অপরাধ সংঘটনের অভিযোগে এসআই জাকির হোসেন ও এএসআই আবু সায়েম এর নেতৃত্বে ফোর্স ও উপস্থিত সাক্ষীদের সহায়তা তাৎক্ষণিক ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় নিম্ন বর্ণিত ৬জনকে আটক করা হয়েছে।
পরবর্তীতে উক্ত ঘটনায় এএসআই আবু ছায়েম বাদী হয়ে আটকৃত ৬জনসহ ঘটনায় জড়িত উপস্থিত থাকা ও পালতকদের বিরুদ্ধে এজাহার দিলে সেনবাগ থানার মামলা নং- ০৪, তারিখ- ০৪/০২/২৫খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৮/৪২৭ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। উক্ত মামলায় এজাহার নামীয় আসামি ১। মোঃ আনোয়ার হোসেন (৪৩), পিতা- আলী আশ্রাফ, ২। মোঃ আবু জাফর রতন (৫৫), ৩। মোঃ আবু তালেব টিপু মেম্বার (৪৪), উভয় পিতা- মৃত জয়নাল আবেদীন, ৪। মোঃ তাজুল ইসলাম (৪৬), ৫। মোঃ জসিম উদ্দিন (৫৫), ৬। মোঃ আকতার হোসেন (৩২), সর্ব- পিতা- আলী আশ্রাফ, সর্ব সাং- উন্দানিয়া, ফরাজী বাড়ী, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালীদের গ্রেফতার দেখাইয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান।