জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করা সরকারের ব্যর্থতা

Date:

রূপালীদেশ রিপোর্ট: জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না করাকে সরকারের ব্যর্থতা বলছে ১৪ দল শরিকেরা। এ প্রশ্নে ক্ষমতাসীনদের দ্বিধার সমালোচনা করছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তারা বলছে, জোটের সভায় কখনই এ নিয়ে ততটা সোচ্চার নয় শরিকেরা। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র হওয়ায় ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ বলে বাতিল করেন হাইকোর্ট। এর ৫ বছর পর ২০১৮ সালের ২৮ অক্টোবর তাদের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের দুটি আপিল ১০ বছর বিচারাধীন। এ অবস্থায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছা দেখছে না ১৪ দল শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি। তবে এ অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, আইনি জটিলতা আছে। এই পরিস্থিতিতে আমাদের অপেক্ষা ছাড়া অন্যকিছু করার সুযোগ নেই।

এদিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, সবকিছু কোর্টের ওপর ছেড়ে দিয়ে তো রাজনীতি হয় না। রাজনীতিবীদ আমরা, আমরা সরকার চালাব, তা সবকিছু কোর্ট দিয়ে নিষ্পত্তি করব এইটা তো ঠিক না। হাসানুল হক ইনু আরও বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করেনি, আমি মনে করি সরকারের সেটা একটা ব্যর্থতা।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ এ ক্ষেত্রে একটা ব্যালেন্সিং গেম খেলার চেষ্টা করে। জামায়াত চাপের মধ্যে থাকুক, কিন্তু পরিপূর্ণভাবে না থাকুক এই ধরনের একটা জায়গায় তারা (আওয়ামী লীগ) যায়।

১৪ দলের শরিকদের বক্তব্য নিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন বলেন, ‘বিচ্ছিন্নভাবে অনেকে অনেক কথা বলতে পারেন। ১৪ দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা, কোনো আলোচনা ১৪ দলের ফোরামে কিন্তু হয়নি।’

এ বিষয়ে রাশেদ খান মেনন আরও বলেন, একবার নয়, এ নিয়ে বহুবার কথা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ইপিজেডে সাংবাদিকদের হেনস্থায় বেপজা ক্ষমা না চাইলে কঠিন আন্দোলনের হুশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

কুমিল্লা প্রতিনিধি : গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ইপিজেডে...

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ

মীর জেসান হোসেন তৃপ্তী : গাজীপুরের টঙ্গীর হযরত হাজী...

আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যারাই আসুক তারা কোনো দেশের দালাল হলে তাদের পরিনতি হবে খুনি হাসিনার মতো – সারজিস আলম

আব্দাহিয়ুর রহমান আপেল: "মার্চ ফর ফেলানী" কর্মসুচীতে যোগ দিয়ে...

০৪ বছরের শিশুকে নির্যাতন করে পানিতে ফেলে দিলেন স্কুল শিক্ষক শাহাজাহান

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর...