জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মানুষের ঢল

Date:

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের জুড়ীতে তানজানিয়া, মিশর, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্বারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাতে উপজেলার ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নের হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে জুড়ী উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এবারের ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মূল আকর্ষণ ছিলেন তানজানিয়া’র শায়খ ক্বারী ঈদী শাবান। এ ছাড়াও এবারের সম্মেলনে তেলাওয়াত করেন মিশরের ক্বারী শায়খ ড. সালাহ মুহাম্মাদ সোলাইমান, ক্বারী শায়খ মুহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, আফ্রিকার ক্বারী শায়খ আহমেদ হিজা এবং বাংলাদেশের ক্বারী শায়খ আব্বাস উদ্দীন। নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদ বুলবুল, ফয়েজ আহমদ শাহরুখ, আবির হাসান ও সায়নান সায়েম।
এবারের ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরুনা মাদরাসার নায়েবে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজতের ইসলামের নায়েবে আমীর শেখ নুরে আলম হামিদী। উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম।
হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের সদস্য খালেদ মাসুদ ও সোহান মুনতাছির বলেন, ‘হাজী ইনজাদ আলীর পরিবারের উদ্যোগে বিগত চার বছর ধরে এ ধরণের আয়োজন হয়ে আসছে। আমাদের সংগঠনের সভাপতি শরীফ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিক আহমেদ রাহাতের একান্ত প্রচেষ্টায় আয়োজনে এই মাহফিল বাস্তবায়নে এলাকার সাধারণ মানুষ সর্বাত্মক সহযোগিতা করেন। এই সম্মেলনে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসেন। সম্মেলনকে প্রাণবন্তু করতে প্রতি বছর বিশ্বের সাড়া জাগানো ক্বারী ও নাশীদ শিল্পীদের উপস্থিত করার চেষ্টা করা হয়। মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। মাহফিলের পুরো অর্থায়ন করেন মরহুম হাজী ইনজাদ আলীর পরিবার।’
এবারের ক্বিরাত সম্মেলন উপভোগ করতে আসা মৌলভীবাজারের সাদিক মনোয়ার বলেন, ‘আমাদের জেলায় এ ধরণের অনুষ্ঠান বা মাহফিল খুব একটা হয় না। জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে গত চার বছর ধরে এই মাহফিলের আয়োজন হলেও আমি এবারই প্রথম এসেছি। আন্তর্জাতিক এ মাহফিল এবার খুবই চমকপ্রদ হয়েছে। দেশ-বিদেশের ক্বারীবৃন্দের তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে তানজানিয়ার ক্বারী ঈদী শাবানের হৃদয় বিগলিত কুরআন তেলাওয়াত শুনে আপ্লুত হয়ে পড়েন দর্শকরা। উপভোগ্য একটি মাহফিল উপহার দেবার জন্য হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও মরহুম হাজী ইনজাদ আলীর পরিবারের সদস্যদের প্রতি হৃদয় নিংরানো মোবারকবাদ জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ

আব্দাহিয়ুর রহমান আপেল: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য...

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় মতবিনিময়

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুগোপযোগি আলেমে দ্বীন...

সদর দক্ষিণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে...

কুমিল্লায় ডিএনসি কর্তৃক ০৩ কেজি গাঁজাসহ আটক ৪  

কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান...