নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলা জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষক নেতা কমরেড মোকাম্মেল খন্দকারের স্মরণসভা জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির জেলা সদস্য সোনার সভাপতিত্বে শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের ফটিকতলা নামক স্থানে সদ্য প্রায়ত কমরেড মোকাম্মেল খন্দকারের নিজ বাড়ির উঠানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও জেলা সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব, স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য (প্রায়ত কমরেড মোকাম্মেল খন্দকারের ) এক সময়কার ঘনিষ্ঠ সহচর নজরুল ইসলাম , নারী মুক্তি পরিষদের আহবায়ক কমরেড স্বপ্না সুলতানা, জেলা বিপ্লবী যুব মৈত্রী নেতা জনি ইসলাম প্রমুখ। স্বরন সভাটি পরিচালনা করেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির আবাই পুর ইউনিয়নের অন্যতম নেতা রুহুল আমিন সুজন। সভায় বক্তাগণ বলেন যে চাকুরিজীবীদের জন্য যেমন পেনশনভাতার ব্যবস্থা রয়েছে কৃষকদের জন্যও পেনশন ভাতার ব্যবস্থা করতে হবে
ঝিনাইদহে কৃষক নেতা কমরেড মোকাম্মেল খন্দকার স্মরণে স্বরন সভা অনুষ্ঠিত
Date: