ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ৩ জানুয়ারি ২০২৫ বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) উদ্যোগে দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ দেশব্যাপী কর্মসূচি বিভিন্ন জেলা-উপজেলায় পালনের অংশ হিসাবে ঝিনাইদহে ডা. কে আহমেদ সড়ক থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে পুরাতন ডিসি কোর্টের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, জেলা কমিটির সদস্য সৈয়দ আসাদুজ্জামান বাদশা, কেএম শরিফুল ইসলাম, সুজন বিপ্লব, হরিণাকুণ্ডু শাখার নেতা নজরুল ইসলাম, শৈলকূপা শাখা নেতা বায়েজিদ চাষা ও ঝিনাইদহ সদর শাখার নেতা আরিফুল ইসলাম মিটুল প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত গণতন্ত্র অভিযাত্রা সমাবেশে নেতৃবৃন্দ বর্ধিত ভ্যাট প্রত্যাহার, চালসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং চালু, জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধ, জানমালের নিরাপত্তা, মন্দির-মাজারে আক্রমণ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের পরীক্ষিত শক্তি সিপিবি পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প রাজনৈতিক উত্থান ও বামপন্থীদের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।