সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা কারাগারের সাবেক ডেপুটি জেলার মোঃ মাসুদ হোসেন জেলখানায় বন্দীদের নিকট থেকে ভয়ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিয়েছেন লক্ষ, লক্ষ টাকা। কারাগারের জামিন পাওয়া ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, মাসুদ হোসে জেলখানায় যেসব বন্দী কোর্ট থেকে জামিন পান তাদের নিকট থেকে বের হওয়ার সময় নানা রকম ভয় ভীতি প্রদর্শন করে টাকা আদায় করতেন। নাম প্রকাশের অনিচ্ছুক জেল থেকে বের হওয়া একজন বন্দী বলেন, ডেপুটি জেলার মাসুদ হোসেন আমার জামিনের কাগজ হাতে পেয়েই বিভিন্ন রকম তালবাহানা করেন। বলেন আপনার নামে এতগুলো মামলা কেন ? আপনার বিষয়ে প্রশাসনের অভিযোগ আছে। কিন্ত আমার জামিনের সকল কাগজপত্র নাম ঠিকানা সঠিক হবার পরেও সে বলেন, আপনার বহু ঝামেলা আপনি বসুন আপাতত আপনাকে ছাড়া যাবে না। আপনি আমার পিয়নের সঙ্গে কথা বলেন। তখন কারাগারের অফিস সহকারী এসে বলেন, আপনি তো বের হতে পারবেন না স্যার কে ম্যানেজ করুন বাকিটা আমি দেখছি। তখন আমি ভয়ে কোন কিছু না ভেবে জামিনের আসামীদের কাছ থেকে দুই এক হাজার করে টাকা ধার নিয়ে ও আমার পিসি কার্ড যে টাকা ছিল সেটা দিয়ে বের হই। অনুসন্ধানে জানা যায় ডেপুটি জেলার মাসুদ হোসেন এভাবে প্রতিদিন জামিনে যাওয়া বন্দীদের নিকট থেকে ৫,১০,২০,৩০ হাজার টাকা করে নিতেন মামলা বুঝে।
এ বিষয়ে মাসুদ কামালের নিকট জানতে চাইলে সে বলেন,আমি অসুস্থ এসব বিষয়ে কথা বলতে পারব না বর্তমানে আমি ঝিনাইদহ তে নেই। সম্প্রতি মাসুদ হোসেনের দুর্নীতি অনিয়মের তথ্য জানাজানি হবার পরে গত ৩১/০১/২০২৪/ তারিখে ঝিনাইদহ জেলা কারাগার থেকে ফরিদপুর কারাগারে বদলি করা হয়। এরপর সেখান থেকে আবার তাকে রাজবাড়ি কারাগারে বদলি করা হয়।