মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ পরবর্তী প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ০২ জুলাই সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (টাঙ্গাইল-৫) ছানোয়ার হোসেন। এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খান,
ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ রাজীব,
মহিলা ভাইস চেয়ারম্যান উষা আকতার কে
ফুল দিয়ে সাধারণ সভার শুরুতে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসার রুমানা আকতার, টাঙ্গাইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত রশীদ, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।