অনলাইন ডেস্ক // ঢাকার লালবাগে নবাবগঞ্জ বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মজুদের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন নয়ন খাঁ ও মো. হাসানুল্লাহ। এসময় বিপুল পরিমাণ ডাল ও তেলও জব্দ করা হয়।
তিনি বলেন, নবাবগঞ্জ বাজারের কেরামত আলীর ভাড়া দোকানে অবৈধ টিসিবি পণ্য পাওয়া গেছে। স্থানীয় শিক্ষার্থীদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ গোডাউনটিতে দুই ঘণ্টার যৌথ অভিযান পরিচালনা করেছে।
ক্যশৈইনু মারমা জানান, এসময় ২ লিটার ওজনের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে। যার মোট মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।