প্রেস বিজ্ঞপ্তি: শুক্রবার ১০ মে ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন বাহারছড়া ঘাট হয়ে কক্সবাজারে মাদকের একটি বড় চালান পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০ মে ২০২৪ তারিখ রাত ০৩০০ ঘটিকা হতে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান করে। একপর্যায়ে ভোর হয়ে সকাল গড়ায় এবং আনুমানিক ১০১০ ঘটিকায় সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ০১ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি আবুল কালাম (৩৬) কে তল্লাশী করে তার নিকট থাকা একটি কাঁটা জেরিকেন হতে ১,০৫,০০০ ( একলক্ষ পাঁচ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।