ঢাকা বিশ্ববিদ্যালয়ে “ডিজাস্টার হ্যাকাথন” উদ্বোধন

Date:

প্রেস বিজ্ঞপ্তি: দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন উদ্ভাবনের খোঁজে শুরু হলো “ডিজাস্টার হ্যাকাথন ২.০”। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ২৯ মে ২০২৪ বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই “ডিজাস্টার হ্যাকাথন ২.০”-এর উদ্বোধন করেন। আন্তর্জাতিক সংস্থা স্টার্ট নেটওয়ার্ক-এর অংশ ফোরওয়ার্ণ (ঋঙজডঅজঘ) বাংলাদেশ, ওপেন ম্যাপিং হাব-এশিয়া প্যাসিফিক এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও আবহাওয়াবিজ্ঞান বিভাগ সম্মিলিতভাবে এই হ্যাকাথন আয়োজন করছে।
স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সাজিদ রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জনাব আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ^বিদ্যালয় আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তার, স্টার্ট নেটওয়ার্ক-এর সিইও ক্রিস্টিনা বেনেট ও সিএআরএফ প্রধান এনা ফারিনা, ওপেন ম্যাপিং হাব-এশিয়া প্যাসিফিক-এর আঞ্চলিক পরিচালক নামা বুধাঠকি এবং ফোরওয়ার্ণ (ঋঙজঊডঅজঘ) বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল হক ।
উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগ শুধু কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য নয় বরং এটি বিশ্বের সকল প্রান্তের মানুষের জন্য একটি বড় সমস্যা। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জনজীবন ও রাষ্ট্রের অনেক ক্ষয়ক্ষতি হয়। বৈশ্বিক ইস্যু জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার বাংলাদেশ। প্রতিবছর ধারাবাহিকভাবে ঘূর্ণিঝড়, আকষ্মিক বন্যার মত দুর্যোগের কবলে পড়তে হয় বাংলাদেশকে। ফলে জীবন, সম্পদ এবং অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় হিমশিম খেতে হয় দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের। “ডিজাস্টার হ্যাকাথন” এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কৌশল বেরিয়ে আসলে, তা ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং দুর্যোগঝুঁকি হ্রাসকল্পে বৈজ্ঞানিক সমাধান বের করতে এই হ্যাকাথন সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন কৌশল উদ্ভাবনের প্রতিযোগিতা ‘ডিজাস্টার হ্যাকাথন ২.০’-এ দেশের সরকারী-বেসরকারী সব বিশ্ববিদ্যালয় অংশ নিতে পারবে। এর রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০জুন পর্যন্ত। এরপর ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা টিমগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল মূল্যায়ন, ট্রেনিং ও মেনটরিং করা হবে । সেখান থেকে বেছে নেয়া হবে ৫টি টীম। প্রতি টীমের সদস্য সংখ্যা ৩ থেকে ৫ জন। অক্টোবরের শেষে ৫ টি টিমকে ৪ দিনের আবাসিক ট্রিইনিং ও মেনটরিং করা হবে। আগামী ৩১ অক্টোবর নাগাদ তাদের মধ্য থেকে বিজয়ী করা হবে ৩টি টীমকে। পরবর্তীতে বিজয়ী টীমগুলোকে নিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে তাদের উদ্ভাবিত দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ট্রাম্পের জয়ে সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:- ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড়...

শহীদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশা গণভবন জাদুঘরে

অনলাইন ডেস্ক:- বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ গোলাম নাফিজের দেহ বহনকারী...

ফ্যাসিস্টদের কাছে সমন্বয়ক শব্দটি এখন গালি: হাসনাত

অনলাইন ডেস্ক:- ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার দোসরদের কাছে...

আইনের চোখে পঞ্চদশ সংশোধনী অচল: বিএনপির আইনজীবী

অনলাইন ডেস্ক:- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ...