ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী গবেষণা মেলা অনুষ্ঠিত

Date:

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর অ্যাডভান্সড্ স্টাডি ইন ন্যাচারাল সায়েন্সেস-এর উদ্যোগে দিনব্যাপী ‘গবেষণা মেলা’ আজ ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন বোস-এর জীবন, কর্ম, অবদান এবং তাঁর সমসাময়িক গবেষণাকর্মকে কেন্দ্র করে এই মেলা অনুষ্ঠিত হয়।
বোস সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক শামীমা কে চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা । ধন্যবাদ জ্ঞান করেন মেলা আয়োজক কমিটির সদস্য-সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সত্যেন বোসের স্মরণে এই মেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সত্যেন বোস তাঁর জ্ঞান, মেধা ও গবেষণাকর্ম দিয়ে বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, লেখক ও সম্পাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। বিজ্ঞান চর্চা ও গবেষণার পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনসহ বিট্রিশ বিরোধী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর গবেষণা কর্ম যুগে যুগে তরুণ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আসছে। উপাচার্য আরও বলেন, নিয়মের মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে মৌলিক ও যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে গবেষণা কেন্দ্রগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। স্বনির্ভর ও উন্নত জাতি বিনির্মাণে গবেষণা কার্যক্রমে মনোযোগী হওয়ার জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেলায় ৬৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও বিজ্ঞানী সত্যেন বোসের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া, মেলায় অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগে বোস মিউজিয়াম পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...

কুমিল্লা ইপিজেডে অস্বস্তিকরপরিবেশ-অপপ্রচারে হুমকির মুখে দেশি-বিদেশি বিনিয়োগ!

#জুট ব্যবসার একক নিয়ন্ত্রণে ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর...

বাংলাদেশে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করে নি যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ গণঅভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং ড....