প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুলতানা বানু-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ১৩ মে ২০২৪ সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. সুলতানা বানু ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও মনোবিজ্ঞানী। তিনি মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ রয়েছে। এছাড়া, তিনি মনোবিজ্ঞান বিষয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। অত্যন্ত সজ্জন, অমায়িক এবং ভদ্র স্বভাবের অধিকারী এই গুণী শিক্ষক বিভাগের সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। মনোবিজ্ঞান শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য অধ্যাপক ড. সুলতানা বানু স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. সুলতানা বানু গতকাল ১২ মে ২০২৪ রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।