ঢাবি’র রোকেয়া হলে চীনা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন

Date:

প্রেস বিজ্ঞপ্তি: 
ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা ও সংস্কৃতি  বিষয়ে পড়তে আসা চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ-এর ৬জন নারী শিক্ষার্থীকে গতকাল ১২ জুন ২০২৪ বুধবার সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নীলুফার পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন ।
  উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ে সফলভাবে অধ্যয়ন শেষ করায় চীনা শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় দু’দেশের শিক্ষার্থীরা ভাষা শিক্ষার মাধ্যমে জ্ঞান, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন এবং এর মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। তিনি আরও বলেন, এক দেশের সাথে অন্য দেশের শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, অর্থনীতি, কূটনীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এই শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজ দেশের মানুষের সামনে বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টুডেন্ট-এ ‘বাংলা ভাষা’ বিষয়ে অনার্সে অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থী ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১ সেমিস্টার পড়তে এসেছিলেন। এদের মধ্যে এই ৬ জন নারী শিক্ষার্থী গত ৩ মাস ধরে রোকেয়া হলে অবস্থান করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...

কুমিল্লা ইপিজেডে অস্বস্তিকরপরিবেশ-অপপ্রচারে হুমকির মুখে দেশি-বিদেশি বিনিয়োগ!

#জুট ব্যবসার একক নিয়ন্ত্রণে ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর...

বাংলাদেশে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করে নি যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ গণঅভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং ড....