ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের  প্রতিনিধিদলের সাক্ষাৎ

Date:

প্রেস বিজ্ঞপ্তি: জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোয়ামা তাকাশি’র নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ১১ জুন ২০২৪ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন– নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের  স্টুডেন্ট এক্সচেঞ্জ সাপোর্ট ডিভিশনের পরিচালক মি. তাকেশি সুয়েতসুগু এবং জাইকার আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়কারী  মিজ. হরি মিযুকি।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, জনস্বাস্থ্য, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নসহ অন্যান্য বিষয়ে  যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে  স্বল্প-মেয়াদে শিক্ষক, ছাত্র ও গবেষক বিনিময় নিয়েও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জাপানের প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অনেক সমঝোতা স্মারক রয়েছে। উপাচার্য জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের সাথেও ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়সহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে শিক্ষা, গবেষণাসহ ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়ের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশের জন্য জাপানি অধ্যাপক তোয়ামা তাকাশিকে আন্তরিক ধন্যবাদ জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
                                                                                      জনসংযোগ দফতর
                                                                                      ঢাকা বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কুমিল্লার সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

এ.এইচ.পারভেজ, স্টাফ রিপোর্টার// কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক...

৮০ কেজি গাঁজ ও ০১ টি প্রাইভেট কারসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শামীম আহম্মেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি:-  গতকাল রাত অনুমান ১২.৫০...

কুমিল্লায় ২৯ কেজি গাঁজা’সহ আটক এক

স্টাফ রিপোর্টার//কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়...

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ

অনালাইন ডেস্ক:  দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নিয়েছে এবং এ...