প্রেস বিজ্ঞপ্তি:ঢাকা বিশ্ববিদ্যালয় ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ ১৮ মে ২০২৪ শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রযুক্তি ইউনিটে মোট ১,৫২০টি আসনের বিপরীতে ১২,২১৩জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Date: