মোঃ কামাল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে ৭ টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৬ জানুয়ারি) রাত ২ ঘটিকায় উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শামীম মৃধার গোয়াল ঘরে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শামীম মৃধা বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে লোন নিয়ে বাড়িতে গরুর খামার প্রতিষ্ঠা করে। হঠাৎ আগুন লেগে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ায় বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আগুন লাগার খবর শুনে এলাকার মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও গরুগুলো দগ্ধ হয়ে।
আঃ ছালাম সিকদার বলেন, ডাক চিৎকারের শব্দ পেয়ে রাত ২টার দিকে এলাকার লোকজন ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি । কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। গোয়াল ঘর থেকে ৩টি বাছুর বের করি এবং ৪টি গরু জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়।
ভুক্তভোগী শামিম মৃধা বলেন, কিভাবে আগুন লেগেছে তা বলতে পারিনা। গরুর ডাক চিৎকার শুনে বড় ভাই হানিফ মৃধাকে ডেকে উঠাই এবং বাহিরে এসে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। গোয়ালে ৭টি গরু ছিল ৪ টি গরু রাতেই মারা গেছে। বাকী গরু গুলোর অবস্থাও ভাল না।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, আগুন লাগার ঘটনাটি শুনে ভুক্তভোগীর বাড়িতে গিয়েছিলাম। উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
দুমকি থানার অফিসার্স ইনচার্জ জাকির হোসেন বলেন খবর পেয়ে তাৎক্ষিক পুলিশ পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
দুমকিতে গোয়াল ঘরে আগুন লেগে ৭টি গরু দগ্ধ
Date: