পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মারধর, বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়াছে।
বুধবার সন্ধ্য সাড়ে ৬টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানি গ্রামের বেল্লাল হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ বিষয়ে বেল্লাল হোসেন বাদী হয়ে একই গ্রামের এমদাদ হাওলাদারের ছেলে মিজানুর রহমান লাল মিয়া, সাবু হাওলাদার, মোঃ সাইফুল, ও জাকির হোসেন কে বিবাদী করে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সিআর১৪/২০২৫(দুমকি)।
প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরন থেকে জানা যায় গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুমকি সাতানি গ্রামের জনৈক আবুল হোসেন এর ছেলে বেল্লাল হোসেন এর নতুন বাড়িতে একই গ্রামের মিজানুর রহমান লাল মিয়া, সাবু, সাইফুল ও জাকির হোসেন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে বেল্লাল হোসেন কে মারধর করে শারীরিক জখম করে। পরে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এর আগে হামলাকারীরা বেল্লাল হোসেন এর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বেল্লাল হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার বসত বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে ভুক্তভোগী বেল্লাল হোসেন বলেন, গত কয়েকদিন যাবত জেলা যুবদল নেতা লাল মিয়া আমার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। আমি চাঁদা না দেওয়ায় বিকাল থেকে কয়েকবার আমার বসত বাড়িতে এসে আমাকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমার বাড়িতে প্রবেশ করে মারধর করে বসত ঘরের দরজা জানালা ভাংচুর করে।
এ বিষয় জানতে মিজানুর রহমান লাল মিয়া প্রতিবেদককে বলেন এ ঘটনা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। বেল্লাল হলো আওয়ামীলীগের দোসর জাতীয় ছাত্র সমাজ এর দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক, সকাল বেলা ওর সাথে একটু ঝামেলা হয়েছে তা ধামাচাপা দেওয়ার জন্য নাটক সাজাইছে।
এ বিষয় থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন ৯৯৯ এ কল পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি।
দুমকিতে চাঁদার টাকা না পেয়ে বসত বাড়িতে হামলা
Date: