পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সহিদ সরদার প্রমুখ। অর্থনৈতিক ক্ষেত্রে মোসা শারমিন সুলতানা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে আসমা বেগম, সফল জননী মোসাঃ মিনারা বেগম,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দিলরুবা আক্তার ইভা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু মোসা মিনারা বেগম। উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এই জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।
দুমকিতে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সম্মানা প্রদান
Date: