পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে যুবদল নেতার নেতৃত্বে সংঘবদ্ধ একটি অবৈধ দখলদার চক্রের বিরুদ্ধে ৫লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় জাকিয়া বেগম বাদী হয়ে যুবদল নেতা জাকির হাওলাদার ও শাহআলম ঘরামীর বিরুদ্ধে দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। অবশ্য চাঁদা দাবির উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা জাকির হোসেন।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জনৈক আবদুস ছোবাহন হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগমের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায় , উপজেলার জাতীয়তাবাদি যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জাকির হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি চক্র গত ২১জানুয়ারি তার থানার রাস্তার পাশের ৭/৮টি দোকানের দখল বহাল রাখতে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে সবগুলো দোকান জোরপূর্বক দখলে নিয়ে তালা ঝুলানোর হুমকি দেয় । চক্রটির চাঁদা দাবির একটি অডিও ক্লিপও পাওয়া গেছে। অডিও ক্লিপে স্বেচ্ছাসেবক দল নেতা অলি গাজী মোবাইল ফোনে মধ্যস্থতার নামে সর্বশেষ দু‘লাখ টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় শুক্ররার সব ভাড়াটিয়া দোকানদারদের কাছে চলতি মাস থেকে জাকিয়ার পরিবর্তে তাদেকে ভাড়া টাকা দিতে হবে বলে হুমকি দেয়।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো: জাকির হোসেন হাওলাদার বলেন, ২০০৯ সালে জালজালিয়াতি করে ও গাঁয়ের জোরে আমার ভগ্নিপতি শাহ আলম ঘরামীর জমি দখল করে দোকান ঘর নির্মান করে। আদালত থেকে আমার ভগ্নিপতির রায় পাওয়া সম্পত্তির দোকানগুলো দখল পেতে দোকানের ভাড়া টাকা চাওয়া হয়েছে। জাকিয়া হলো জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম এর নানী শাশুড়ি, নাতি জামাইয়ের প্রভাব খাটিয়ে আমার ভগ্নীপতি মাওলানা সাহ আলম সহ আমার বাবাকেও জেল খাটিয়েছে। অন্যকেউ চাঁদা দাবি করেছে কিনা আমার জানা নাই।
অডিও ক্লিপ সম্পর্কে স্বেচ্ছাসেবক দল নেতা ওলি গাজীর দাবি, তিনি কারো কাছে চাঁদা দাবি করেননি। অডিও ক্লিপে তার কন্ঠ সুপার এডি করে যুক্ত করা হয়েছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, জাকির হোসেন ও শাহআলম ঘরামীর বিরুদ্ধে একটা অভিযোগ পেয়ে এস আই শাহরিয়ারকে তদন্তের ভার দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। অলি গাজীর বিষয় কোন অভিযোগ পাওয়া যায় নি।
#