পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন দূর্নীতি, অনিয়ম ও গভার্নিংবডি গঠনে স্বচ্ছতার দাবিতে মানব বন্ধন করেছে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীরা মাদ্রাসা পাঙ্গনে জড়ো হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ।
ছাত্র সংসদের ভিপি নাঈম বিশ্বাস, জিএস সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ জুবায়ের, দপ্তর সম্পাদক মোঃ তাওহীদ মানব বন্ধনে বক্তৃতা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় সূত্র জানায় বিগত ১৫ যাবত মাদ্রাসার দপ্তরি সাহ আলম প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন, ক্বারী ইব্রাহীম দীর্ঘদিন যাবত মাদ্রাসায় অনুপস্থিত তবুও বেতন ভাতা পাচ্ছেন নিয়মিত, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সরকারী সহায়তায় শিক্ষার্থীদের নাম থাকলেও শিক্ষকদের মোবাইল নম্বর দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। অধ্যক্ষের আজ্ঞাবহ গভার্নিং বডি রাখতে নিজের পরিবারের সদস্য, আত্মীয়দের স্থান দিয়ে থাকেন। গত গভার্নিং বডিতে তিন জন ছাত্র অভিভাবক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যাদের কোন সন্তান এ প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছিলোনা।
ভিপি নাঈম বিশ্বাস বলেন আমরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পৌছেদিতে তার কার্যালয় অপেক্ষা করছি।
মানববন্ধনকারী একজন বলেন আমরা প্রিন্সিপাল হুজুরে কখনও পাঠদান করতে দেখি নাই এমন কি মাদ্রাসাও তিনি নিয়মিত আসেন না।
মানববন্ধন কর্মসূচিতে এলাকার কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। শিক্ষার্থীদের তোপের মুখে তারা পিছু হটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ ও দুমকি থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাও. শাহ মোহাম্মদ ওসমান সোহেল কে তার মোবাইল নম্বরে কল করলে রিসিভ করেন নাই, তাই তার বক্তব্য পাওয়া যায় নি।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি নিয়ে পটুয়াখালীতে গিয়েছেন।
দুমকিতে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
Date: