দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

Date:

পটুয়াখালী জেলা প্রতিনিধি :পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি-এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান করা হয়।

সোমবার (৩ফেব্রুয়ারি) সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে পদক প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন। লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর জব্বার সিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মালেক মিয়া, আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার সুপারেনটেনডেন্ট মাওলানা আবু সালেহ, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, মোঃ ছিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি পবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, “আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)” কর্তৃক আয়োজিত মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পদকটি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে প্রতিষ্ঠিত হয়েছে, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ।

মরহুম সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি আমাদের সমাজের শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদক প্রদান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যা আমাদের নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সম্মাননা তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার ফল। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। তোমাদের এই যাত্রা এখানেই থেমে থাকবে না; বরং এটি হবে ভবিষ্যতে আরও বড় সাফল্যের সূচনা। তোমরা তোমাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে এবং সমাজের অন্যান্যদের জন্য উদাহরণ স্থাপন করবে। তোমাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং তারা তোমাদের পথ অনুসরণ করে নিজেদের উন্নত করবে।

আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)-কে এই মহতী উদ্যোগের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাদের এই প্রচেষ্টা সমাজে শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রফেসর ড. হেমায়েত জাহান মরহুম সিরাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁর আদর্শ ও মূল্যবোধ সমাজের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন দুমকি দলিল লেখক কল্যান সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল হাওলাদার, আবদুল মান্নান হাওলাদার, সোবাহান মল্লিক প্রমুখ।
মাওলানা মাসুম বিল্লাহ ও আবু হানিফ জয় এর সঞ্চালনায় বক্তৃতা করেন আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সিরাজুম মুনিরা, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক।

পরে প্রধান অতিথি আঠারগাছিয়া গ্রামের ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি নুরানী মাদ্রাসা ও আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার প্রতি শ্রেনিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদের সিরাজ উদ্দিন আহমেদ পদক ও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন।

মরহুম সিরাজ উদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে সভা শেষ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কেন্দ্রিয় নির্দেশনা অমান্য, ইউপি নির্বাচন করতে নিতাই রায়ের নির্দেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

মোঃ ইব্রাহিম খলিল  দাউদকান্দি: জমি চাষের টাকা নিয়ে দুই...

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...