দুমকী পটুয়াখালী প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে দুমকি উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক কেরাত, হামদ-নাত, কুইজ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার, ১৬ সেপ্টেম্বর সকাল থেকে দুমকি উপজেলা, জামলা আ,গনি মাদ্রাসা বাদুয়া সিরামপুর স: প্রা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম মৃত্যু ও কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. আলমগীর হোসেন, শিক্ষক জালালুদ্দিন, মাওলানা খায়রুল ইসলাম , প্রধান শিক্ষক রহিমা বেগম, সহকারী শিক্ষক মেহেরুননেছা প্রমুখ। আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।
এছাড়া দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে,আজ সোমবার বেলা ১১ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে প্রিয় নবীহযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দুমকি মোঃ শাহিন মাহমুদ এর সভাপিতত্তে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শ্রীরামপুর ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান আজহার আলী মৃধা, ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব, মোহাম্মদ মাসুদ আলম মৃধা, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আজিজুল হক সাহেব সদস্য বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখা দোয়া ও আলোচনার মাধ্যমে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে