বিশেষ প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাকতলা গ্রামে জমি ক্রয়ে ব্যার্থ হয়ে আব্দুল বারেক (৬৭) নামে এক কৃষক’কে হত্যার চেষ্টায় হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন৷
থানার লিখিত এজাহার সুত্রে জানা যায়, গত দুই মাস পূর্বে একই এলাকার ছায়েদ আলী এবং আলী আহাম্মদ এর নিকট থেকে ৪.৬৭ শতক জমি ক্রয় করে। উক্ত জমি বিবাদীদের বাড়ীর সামনে হওয়ায় একই জমি দুই পক্ষ ক্রয় করার সম্মতি প্রকাশ করে৷ পরবর্তীতে ভিক্টিম জমি ক্রয় করে৷ এরই জের ধরে শুক্রবার(২৪-০১-২৫) রাতে শাকতলা হোসেনের দোকানের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে আক্রমন চালিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে৷ এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুন্না মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক৷ আব্দুর বারেকের মতো একজন বৃদ্ধ ব্যাক্তির উপর হামলার ঘটনাটি দুঃখজনক৷ আমি এ ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানাই৷ ভিকটিম আব্দুল বারেক সাংবাদিকদের বলেন, জমি কিনতে না পারায় পূর্ব পরিকল্পিত ভাবে শাকতলা গ্রামের সেলিম, মোবারক,মজিদ মোল্লা, মোস্তফা গং মিলে আমার উপর হামলা করে জখম করে,পরে আমি জ্ঞান হারিয়ে ফেললে একাকাবাসী আমাকে হাসপাতালে নিয়ে আসে এর চেয়ে বেশি কিছু আমার মনে নেই৷ আমি এ ঘটনার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্থি চাই৷ অন্যদিকে ঘটনায় জড়িত ব্যাক্তিদের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্ঠা করেও সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন,ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ মারধরের ঘটনা নিশ্চিত হয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।