কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিন রসুলপুর গ্রামে গত এক মাস ধরে ছয় সদস্যের একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার চেষ্ঠার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাঈনউদ্দিন(৪৫)এর বিরুদ্ধে। এ ঘটনায় মোসা.জরিনা বেগম নামে এক ভূক্তভোগী দেবিদ্বার থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
স্থানীয় সুত্রে জানা যায়,জমি সংক্রান্ত জেরে গত এক মাস ধরে চলাচলের রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে যাতায়াতের বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয় জাহের মিয়ার ছেলে মোঃ আলমের ছয় সদস্যের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য একমাত্র শৌচাগারের রাস্তা বন্ধ করে রেখেছে সে৷ এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক ভাবে শালিসী বৈঠকের চেষ্টা করা হলেও মাঈনউদ্দিনের এক রোখা স্বভাবের কারনে কোনো সমাধানে যেতে পারেনি স্থানীয়রা৷
ভূক্তভোগী জরিনা বেগম অভিযোগ করে বলেন, ছয় জন সদস্য নিয়ে আমাদের পরিবার, মাঈন উদ্দিন জোরপূর্বক ভাবে আমাদের জায়গায় বাশেঁর বেড়া দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি ও কোনঠাসা করার চেষ্টা করে যাচ্ছে৷ আমি সুষ্ঠ বিচার চাই৷
অন্যদিকে মাঈনউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, বিভিন্ন সময় অনেক আশ্বাস দিয়ে বিষটি কোনো সমাধান করে নাই৷ আমার লোক আছে, তাই বাশঁ দিয়ে বেড়া দিয়েছি।
রসুলপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আনিসুর রহমান সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে দীর্ঘদিন সমাধানের চেষ্ঠা করেও সম্ভব হয়নি৷ মাঈনউদ্দিনের বেপোরোয়া আচরনের কারনে বিষয়টি সমাধান সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি(তদন্ত) শাহিনুর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বারে বাশঁ দিয়ে প্রতিবেশির রাস্তা বন্ধ করে অবরুদ্ধের চেষ্টা;থানায় লিখিত অভিযোগ
Date: