নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোর জগত’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. ফারুক আলম তালুকদার ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭জানুয়ারি) সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংবাদপত্র পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরহুমের নিজ বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়নে আজ বাদ এশা জানাযা নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে ইতিমধ্যে গভীর শোক প্রকাশ করে দৈনিক রূপালীদেশ’র বার্তা সম্পাদক এস, এম রাশেদ হাসান বলেন তিনি ছিলেন সদালাপী ও সাদা মনের মানুষ। সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। তার মৃত্যুতে সংবাদপত্র জগতের যে ক্ষতি সাধন হয়েছে তা অপূরণীয়। এই গুণী ব্যক্তির মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Date: