নিজস্ব প্রতিবেদক:আনন্দঘন পরিবেশে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৬ তম পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে ময়মনসিংহের বিভাগীয় প্রেসক্লাবে মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
ভোরের চেতনা ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে দৈনিক জাতীয় লাল সবুজের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা) আইসিটি ও মানব সম্পদ উন্নয়ন মাহফুজুল আলম মাসুম।
উদ্ভোধক ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফকরুল আলম (বাপ্পী চৌধুরী)।পৃষ্ঠপোষক ছিলেন, আসপাডা উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী প্রধান ও প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ্ব এম.এ রশীদ।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মনির চৌধুরী, দৈনিক উর্মি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সদস্য সুধাংশ বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফুলপুরী ব্যবস্থাপনায় ছিলেন, ভোরের চেতনা প্রতিকার ত্রিশাল প্রতিনিধি জাকিয়া বেগম।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক বাংলা ৭১ এর বুর্যোচীফ নীহার রঞ্জন কুন্ডু, দৈনিক মুক্ত খবরের তসলিম সরকার, দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের সাংবাদিক রোকসানা আক্তার, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক হেলেনা আক্তার প্রমুখ। কেক কাটা ও মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্টান সমাপ্তি ঘোষনা করা হয়।