মো. আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক / / নওগাঁয় আমাদের ভাই সাংবাদিক শহিদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এ ঘটনা ঘটে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জানা যায়, নওগাঁয় সাংবাদিক শহিদুল ইসলামের উপর এর আগেও সন্ত্রাসী হামলা হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বি.এস.সি)’র আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ বার্তা-২৪’র সাংবাদিক আহত শহিদুল ইসলাম জানান, নাহিদ নামে এক যুবক ও তার বাহিনী তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এর আগেও তার উপর এই একই ব্যক্তি হামলা করেছিল। তাকে মেরে ফেলার টার্গেট নিয়েছে বলেও জানান তিনি। সাংবাদিক শহিদুল ইসলাম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ হামলার ঘটনায় সাংবাদিক শহিদুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ওই মামলার ৩ নম্বর আসামি নাহিদ।
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বি.এস.সি) সদস্য সাংবাদিক শহিদুল ইসলামের উপর নাহিদ ও তার বাহিনীর হামলার ঘটনায় আমি একজন গণমাধ্যমকর্মী ও বি.এস.সি’র আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত নাহিদসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতঃ অনুরোধ করে বলতে চাই, আমাদের নির্যাতিত সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ান। আর একজন সাংবাদিককেও যাতে মার খেতে না হয়, সঠিক তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে সেরকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, প্লীজ।
ছবি : চিকিৎসাধীন শহিদুল ও চশমা চোখে অভিযুক্ত নাহিদ।