নীলফামারী প্রতিনিধি: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ফিরে আলোচনা সভায় মিলিত।
নার্সিং ইন্সস্ট্রাকটর রাবেয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।
বক্তব্য দেন নার্সিং ইন্সট্রাক্টর সুরাইয়া পারভীন, সিভিল সার্জন কার্যালয়ের পাবলিক হেলথ নার্স ফাহিমা পারভীন, নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী মিনু আকতার ও আজিজুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী মুন্না ইসলাম ও রিমি আকতার।
অনুষ্ঠানে নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিংগেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন কলেজের শিক্ষার্থীরা।
নীলফামারীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
Date: