আরিফুল ইসলাম নীলফামারী থেকে, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পুকুরপাড়া গ্রামের আসামী মোঃ শফিকুল ইসলাম, পিতা- খলিল উদ্দিন এর টিনের বসত ঘরের পশ্চিম পাশের শয়ন কক্ষে ১৮ মে ২০২৪ তারিখ ১৫৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৩.৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তির খন্ডাংশসহ মূর্তি চোরকারবারী মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা-খলিল উদ্দিন, সাং-পুকুর পাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। আনুমানিক মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত আসামিকে সৈয়দপুর থানায় সুপর্দ করা হয়েছে ।
আরিফুল ইসলাম /নীলফামারী
19/052024